Durga Puja 2023: ছুটি কমছে দুর্গাপুজোয়! কেন? বিশদে জানুন এখনই

Durga Puja 2023: ঢাকে কাঠি পড়ল বলে। মা আসছেন শীঘ্রই। প্রধানত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহার রাজ্যে উদযাপিত, দুর্গা পূজা বাঙালিদের জন্য প্রানের পুজোই বটে। বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী…

Written by Laxmishree Banerjee

Published on:

Durga Puja 2023: ঢাকে কাঠি পড়ল বলে। মা আসছেন শীঘ্রই। প্রধানত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহার রাজ্যে উদযাপিত, দুর্গা পূজা বাঙালিদের জন্য প্রানের পুজোই বটে। বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী এবার মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর। জানা গিয়েছে, চলতি বছরে দুর্গা আসছেন ঘোড়ায় এবং প্রস্থানও ঘোড়াতেই করবেন। এ বছর বর্ষার রেশ কেটে শীতের আমেজেই দেবীপক্ষের পুজো চলবে (Durga Puja 2023)।

Durga Puja 2023: ছুটি কমছে দুর্গাপুজোয়! কেন? বিশদে জানুন এখনইআরও খবর

দুর্গাপূজার দিনক্ষণ (Durga Puja 2023)

2023 সালের পুজোর ছুটিটাই কিন্তু মাটি। মহালয়া, অষ্টমী, নবমী সবই পড়েছে সপ্তাহান্তে। এমনিতেও সপ্তাহান্তে বেশিরভাগ চাকুরিজীবী কিংবা পড়ুয়ারা ছুটি পেয়েই থাকেন। কিন্তু পুজোটাও এই সপ্তাহান্তেই পড়ে যাওয়ায় নষ্ট হবে সাধের ছুটি।

দিনের নামদিনতারিখ
মহালয়াশনিবার14 অক্টোবর 2023
মহা পঞ্চমীবৃহস্পতিবার19 অক্টোবর 2023
মহা ষষ্ঠীশুক্রবার20 অক্টোবর 2023
মহা সপ্তমীশনিবার21 অক্টোবর 2023
মহা অষ্টমীরবিবার22 অক্টোবর 2023
মহা নবমীসোমবার23 অক্টোবর 2023
বিজয়া দশমীমঙ্গলবার24 অক্টোবর 2023

আরও পড়ুন: বিদ্যুৎ মিলবে এবার বিনামূল্যে, ঘোষণা ‘এই’ রাজ্যের সরকারের, দেখে নিন আবেদনের পদ্ধতি

পশ্চিমবঙ্গ সহ কোন কোন রাজ্যে দুর্গাপুজো পালিত হয়?

Durga Puja 2023: ছুটি কমছে দুর্গাপুজোয়! কেন? বিশদে জানুন এখনইআরও খবর

উত্তর প্রদেশ এবং বিহার: উত্তর প্রদেশ এবং বিহার উভয় রাজ্যের স্থানীয়রা উৎসবের শেষ দিনে ছোট মেয়েদের খাওয়ানোর আয়োজন করে। মন্দিরে ‘দুর্গা সপ্তশতী’ শাস্ত্রও পাঠ করা হয়।

আসাম: বাংলার মতো আসামেও বিভিন্ন থিম সহ সর্বত্র গ্র্যান্ড প্যান্ডেল স্থাপন করা হয়। উৎসবের শেষ দিনে পবিত্র গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়।

গুজরাট: গুজরাটে, দুর্গা পূজা নবরাত্রি হিসাবে উদযাপিত হয়। এই সময়ই বিখ্যাত নৃত্য ‘গরবা’ পরিবেশিত হয়।

তামিলনাড়ু: তামিলনাড়ুর উত্সবের সময়, স্থানীয়রা দেবী দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মীর পূজা করে।

পাঞ্জাব: এখানকার বিশেষত্ব হল, অষ্টমীর প্রাক্কালে, 5 থেকে 10 বছর বয়সী তরুণীদের খাবার, উপহার এবং অর্থ দেওয়া হয়।

অন্ধ্র প্রদেশ: অন্ধ্র প্রদেশে উৎসবের প্রাক্কালে, আচার অনুসারে, বিবাহিত মহিলারা গৌরী দেবীর পূজা করে এবং অবিবাহিতরা তাদের পছন্দের জীবনসঙ্গীর জন্য প্রার্থনা করে। অন্ধ্র প্রদেশের দুর্গাপূজা বাথুকাম্মা পান্ডুগা নামে পরিচিত। পূজার উদ্দেশ্যে, মহিলারা ফুলের স্তুপ তৈরি করে নদীতে নিমজ্জিত করেন।

ছত্তিশগড়: ছত্তিশগড়ের স্থানীয়রা 75 দিন ধরে উৎসব উদযাপন করে। ছত্তিশগড়ের শহর বাস্তার, 500 বছরেরও বেশি সময় ধরে এই উত্সবটি উদযাপন করে বলে জানা যায়।

কর্ণাটক: দুর্গা পূজার উৎসব কর্ণাটকে দশেরা নামে পরিচিত।

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে, দুর্গাপূজার উৎসবের সময় ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করা এবং সম্পত্তি কেনাকে ভাগ্যবান বলে মনে করা হয়।

হিমাচল প্রদেশ: কুল্লু উপত্যকায় অবস্থিত ধলপুর ময়দান দুর্গাপূজা উদযাপনের জন্য বিখ্যাত (Durga Puja 2023)।

Durga Puja 2023: ছুটি কমছে দুর্গাপুজোয়! কেন? বিশদে জানুন এখনইআরও খবর

তবে, দুর্গা দেবী আসা মানেই একে একে বাঙালির সব দেবতার পুজো শুরু। যেমন, দুর্গাপুজো হয়ে গেলেই কয়েকদিনের মাথাতেই থাকে লক্ষ্মীপুজো। চলতি বছর শনিবার, 28 অক্টোবর কোজাগরি লক্ষ্মীপুজো। কালীপুজো পড়েছে রবিবার, 12 নভেম্বর। আর ভাইফোঁটার তিথি মঙ্গলবার অর্থাৎ 14 নভেম্বর।

এই ধরনের আরও আপডেট পেতে ফলো রাখুন আমাদের ফেসবুক পেজকে